আজ বৃহস্পতিবার। ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় বিকাল ৩:৫৫

খালেদা জিয়ার অবস্থা উন্নতির দিকে

খালেদা জিয়ার অবস্থা উন্নতির দিকে
নিউজ টি শেয়ার করুন..

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা গতকালের চেয়ে আজকে ভালো বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক।

এ সময় তিনি বলেন, চিকিৎসাসেবায় খালেদা জিয়া সন্তুষ্ট। মঙ্গলবার বিএসএমএমইউতে সাংবাদিকদের ডা. এ কে মাহবুবুল হক এ কথা বলেন।

পরিচালক বলেন, খালেদা জিয়াকে চিকিৎসকরা দেখেছেন, বোর্ডের প্রেসিডেন্ট দেখেছেন। বিএসএমএমইউতে ভর্তির পর যে ওষুধগুলো তাকে দেয়া হয়েছে সেগুলো তিনি নিয়মিত খাচ্ছেন। গতকালের চেয়ে আজকে উনার অবস্থা ভালো।

বন্দি থাকার কারণেই কি উনার অসুস্থতা বেড়েছে? জানতে চাইলে পরিচালক বলেন, প্রতিটি ডিজিসের এক্সপার্টরা হয়তো আলাদা করে বলতে পারতেন। এককথায় বলা ডিফিকাল্ট। এভাবে বলা কারো পক্ষেই সম্ভব হবে না। বয়সের সঙ্গে, সবকিছুর সঙ্গে ডিজিসের ব্যাপারটা ঘটে।

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর