জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশিত হল ঐতিহ্যবাহী যাত্রাপালা “জয় বাংলা,জয় বঙ্গবন্ধু”।
জীবন প্রবাহমান। আর এই জীবনের তাগিদে মানুষ শিল্প সাহিত্যে ভরপুর। আর এই শিল্প ধারন করতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রয়োজনা ঐতিহ্যবাহি যাত্রাপালা
“জয় বাংলা,জয় বঙ্গবন্ধু” মঞ্চস্থ হল বিশ্ববিদ্যালয়ের গাহিসাম্যের গান মুক্ত মঞ্চে।
“জয় বাংলা,জয় বঙ্গবন্ধু” যাত্রাপালায় ৬০ জন কলাকুশলী কাজ করেছেন। তার মধ্যে
“জয় বাংলা,জয় বঙ্গবন্ধু” যাত্রাপালায় ২০ টি এর উপরে চরিত্র রয়েছে। তার মধ্যে নেতা চরিত্রে অভিনয় করেছেন সামিউল হক হিমেল, শিক্ষক চরিত্রে অভিনয় করেছেন ফাইয়াজ আহমেদ, দালাল চরিত্রে অভিনয় করেছেন সজিব, রাজাকার চরিত্রে অভিনয় করেছেন মুস্তাকিম ও সাদেক এবং কৃষক চরিত্রে অভিনয় করেছেন উবায়দুল্লাহ আল ফারাবি।
রচনা আমিনুর রহমান সুলতান এবং নির্দেশনায় ছিলেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আল্ জাবির।