নাঈমুর রহমান শান্ত, ঝালকাঠি প্রতিনিধি:
ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে ঝালকাঠিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি। মঙ্গলবার সকাল ১০টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুরের নেতৃত্বে নেতাকর্মীরা স্মারকলিপি প্রদান করেন।
ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক স্মরকলিপি গ্রহণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির বাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক নাসিমুল হাসান, শ্রমিকদল সভাপতি টিপু সুলতান ও সাধারণ সম্পাদক মামুন অর রশীদ।
স্মারকলিপিতে পাটকল শ্রমিকদের জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরিসহ ৯ দফা মেনে নিতেও সরকারের প্রতি আহবান জানানো হয়।