রাজধানীর উত্তরখান ময়নারটেক এলাকার একটি বাসা থেকে উদ্ধার হওয়া তিন মরদেহের ময়নতদন্ত সম্পন্ন হয়েছে।
সোমবার (১৩ মে) দুপুর ২টা ৫০ মিনিটে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।
ডা. সোহেল মাহমুদ জানান, উত্তরখান থেকে আমরা তিনটি মরদেহ পেয়েছি। মরদেহগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তকালে দেখা গেছে, ছেলের গলাকাটা ছিল এবং মা ও মেয়েকে শ্বাসরোধের চিহ্ন ছিল, সেজন্য বোঝা যাচ্ছে মা ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।