জাহিদুল খান সৌরভ, শেরপুর :
‘শ্রমিক মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’- এ শ্লোগানকে ধারণ করে শেরপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১ মে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
পরে তার নেতৃত্বে র্যালিতে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাছান, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, জেলা শ্রমিক লীগের সভাপতি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, সাধারণ সম্পাদক আমিনুর রহমান মুকুল, জেলা ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফ রেজাসহ শ্রমিক সংগঠনসমূহের নেতা-কর্মীরা অংশ নেন।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে ফিরে শেষ হয়। শোভাযাত্রায় জেলার পরিবহন শ্রমিক, বিদ্যুৎ শ্রমিক, সিএনজি, অটোরিক্সা শ্রমিকলীগ, হোটেল শ্রমিক, দোকান কর্মচারী, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, চাতাল শ্রমিকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের সদস্যরা অংশ নেয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওইসময় তিনি বলেন, মহান মে দিবস গোটা পৃথিবীর শ্রমজীবী সমাজের বৈপ্লবিক পরিবর্তন সূচনা করার দিন। বৈষম্য ও শোষণমুক্ত একটি সমাজ বিশ্বকে উপহার দিয়েছে এ দিবস। তাই কেবল অধিকার আদায়ে নয়, মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়নেও শপথ নিতে হবে এ দিবসে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিলের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, সাধারণ সম্পাদক আমিনুর রহমান মুকুল, প্রথম আলো প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, জনতা ব্যাংক সিবিএ নেতা সেলিম আল জাহান, সোনালী ব্যাংক সিবিএ নেতা শাহাদাত হোসেন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হান্নান, শ্রমিক নেতা আব্দুল হামিদ, হারুনুর রশিদ, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, মনিরুজ্জামান ময়না, সোহেল মিয়া, রহমত আলী, জুলহাস উদ্দিন প্রমুখ।