শরিফুল খান প্লাবন:- পঞ্চম উপজেলা নির্বাচনে চতুর্থ ধাপে ৩১ মার্চ রবিবার মুন্সীগঞ্জের ৬ টি উপজেলায় ভোট গ্রহণ হয়েছে। শ্রীনগর উপজেলায় তৃণমূলের দেয়া রায় পুনরায় দিয়েছে ভোটাররা।
শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন মসিউর রহমান মামুন (আনারস ) তিনি পেয়েছেন ৩৪৮৩৫ ভোট। জাকির হোসেন,(দোয়াত কলম) পেয়েছে ৩১৯১৪ ভোট।তোফাজ্জল হোসেন (নৌকা ) পেয়েছে ১৪৮৭০ভোট।
মুন্সিগঞ্জ জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মশিউর রহমান মামুন তৃণমূলে ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিল।
ভাইস চেয়ারম্যান,ওয়াহিদুর রহমান জিঠু (টিউবয়েল) তিনি পেয়েছেন ৪৪৩৭৫ ভোট। জহিরুল হক নিশাত শিকদার(তালা) পেয়েছেন ১৮০১৩ ভোট। শেখ মোঃ আলমগীর (উড়োজাহাজ) পেয়েছেন ১১০৬১ভোট।
শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুর রহমান জিঠু তৃণমূলে ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিল।
মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম(কলস) তিনি পেয়েছেন ৩৪৭৯৬ভোট। মর্জিনা বেগম মুন্নি( ফুটবল ) পেয়েছেন৩২৪৬৮ ভোট।জাহানারা বেগম( হাস) পেয়েছেন২১৯১৭ভোট।
শ্রীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেহানা বেগম তৃণমূলে ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন।