আজিজুর রহমান,হাবিপ্রবি প্রতিনিধি:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সেচ্ছাসেবী সংগঠন দানেশ ব্লাড ব্যাংকের উদ্যোগে এতিম ও হাফেজ শিশুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) ১০ রমজানে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি এতিমখানা ও মাদ্রাসায় এতিম ও হাফেজ শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করে।
ইফতার ও দোয়া মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নূর আলম মন্ডল।
সংগঠন থেকে উপস্থিত ছিলেন দানেশ ব্লাড ব্যাংকের সভাপতি রাহিবুল ইসলাম রাহিব,সাধারন সম্পাদক মোঃ নূর আলম ও সাবেক সদস্যবৃন্দ সহ বর্তমান সদস্যবৃন্দরা।