সিনিয়র প্রতিবেদক :
ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি নিয়ে চলছে তুমুল সমালোচনা। বিবাহিত,চাকরিজীবি,মাদক ব্যবসায়ী,হত্যা মামলার আসামী, রাজাকারের ছেলে জায়গা পেয়েছে বর্তমান ঘোষিত ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটিতে।
ছাত্রলীগের সাংবিধানিক অভিভাবক হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোভন রাব্বানীর ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, ’আমিতো আমদানিকৃত ছাত্রলীগ চাইনি, আমি চেয়েছি ত্যাগী ছাত্রলীগ।’
গণভবনের থেকে এ তথ্য নিশ্চিত করার হয়েছে।
এদিকে, ছাত্রলীগের সদ্য ঘোষিত ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে ঠাঁই পাওয়া বিতর্কিতদের বাদ দেয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে ডেকে এ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে পদবঞ্চিত ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। তারা মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করলে, সেখানে ছাত্রলীগের সদ্য পদায়িত নেতারা তাদের উপর হামলা চালায়। পরবর্তীতে পদবঞ্চিত নেতাকর্মীরা (১৪ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।।বিক্ষোভকারীরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ৩০১ বিশিষ্ট নতুন কমিটির সবাইকে অবাঞ্ছিত ঘোষণা করার পাশাপাশি গতকালকের হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।