মুন্সীগঞ্জ প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মেধাবী ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের শাস্তির দাবিতে মুন্সীগঞ্জে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাব সড়কে মিরেশ্বরাই প্রভিবান সংগঠনের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি শ.ম.কামাল হোসেন, হিরণ কিরণ থিয়েটারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম ঢালী, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির, সমাজকর্মী কামরুল ইসলাম জাহাঙ্গীর, সংগঠনের সভাপতি মিরেশ্বরাই প্রভিবান সংগঠনের সভাপতি মো. সুমন মিয়া, সাধারণ সম্পাদক রমজান হোসেন, প্রচার সম্পাদক মো. ফয়সালসহ অন্যান্যরা।
উল্লেখ্য- পাঁচদিন একটানা মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে চলে গেলেন ফেনীর আগুনে দগ্ধ মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি। বুধবার রাত সাড়ে ৯টার সময় তার মৃত্যু হয়।
নুসরাত জাহান রাফি সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রের আলিম পরীক্ষার্থী ছিলেন।
৬ এপ্রিল ফেনীর সোনাগাজীতে পরীক্ষাকেন্দ্রের ভেতর ওই ছাত্রীর (১৮) গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা চালায় দুর্বৃত্তরা।