আজ বৃহস্পতিবার। ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় সকাল ১০:২৫

কুমিল্লার তিতাসে ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লার তিতাসে ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
নিউজ টি শেয়ার করুন..

মোঃ জুয়েল রানা, বিশেষ প্রতিনিধিঃ
গত ৩১মার্চ চতুর্থ ধাপে অনুষ্ঠিত কুমিল্লা তিতাস উপজেলা পরিষদ নির্বাচনে টিউবওয়েল প্রতীকে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফরহাদ আহমেদ ফকির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববনন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৮ (এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় উপজেলার গাজীপুরে বাংলাদেশ ছাত্রলীগ তিতাস উপজেলার শাখার আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন সাদ্দাম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইমরান হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃজাহিদ হাসান, বলরামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সরকার আশিক, গাজীপুর কলেজ শাখার সভাপতি তুহিন ফকির, সাধারন সম্পাদক মোঃ রাশেদ মিয়া, নারান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ মামিম আহম্মেদ প্রমূখ। এসময় ছাত্রলীগের প্রায় শতাধিক নেতা-কর্মী মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন বক্তারা হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান ছাত্রলীগ নেতৃবৃন্দ এবং সন্ত্রাসীদের ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে ব্যর্থ হলে কঠোর আন্দোলনের হুশিয়ারীদেন বিক্ষুদ্ধ ছাত্রলীগ নেতা-কর্মীরা।

উল্লেখ্য গত ৩১ মার্চ চতুর্থ ধাপে অনুষ্ঠিত তিতাস উপজেলা নির্বাচনে টিউবওয়েল প্রতীক ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরহাদ নেতাকর্মীদের নিয়ে নির্বাচন চলাকালীন সময়ে উপজেলার মাছিমপুর কেন্দ্র পরিদর্শনে গেলে সেখানে জালভোট মারার প্রতিবাদ করলে হামলার শিকার হন তরুন এই নেতা। হামলার ভিডিও ফেইসবুক সহ অনন্য সামাজিক মাধ্যমে ভাইরাল হলে, নড়েচড়ে উঠে কুমিল্লা কুমিল্লা উ: জেলা ছাত্রলীগের সকল ইউনিট এর নেতৃবৃন্দ।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর