আজ বৃহস্পতিবার। ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় বিকাল ৫:৫৬

কৃষি পণ্যের ন্যায্য মূল্যের দাবিতে হাবিপ্রবিতে মানববন্ধন

কৃষি পণ্যের ন্যায্য মূল্যের দাবিতে হাবিপ্রবিতে মানববন্ধন
নিউজ টি শেয়ার করুন..

আজিজুর রহমান,হাবিপ্রবি প্রতিনিধি:

দেশব্যাপী কৃষকের উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাধারন শিক্ষার্থীরা।

কৃষি বাঁচলে বাঁচবে দেশ-গড়ে উঠবে সোনার বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার(১৬ মে) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনের ঢাকা-দিনাজপুর মহাসড়কে মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ধানসহ সকল কৃষি পণ্যের মূল্য নির্ধারণ, কৃষিখাতে পর্যাপ্ত ভুর্তূকি প্রদান করতে হবে।সার, ডিজেল, বীজসহ কৃষি উপকরনের দাম কমাতে হবে এবং শুল্কমুক্ত করতে হবে।

তারা আরো বলেন,বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও কৃষকরা কৃষি উৎপাদনে আগ্রহ হারাচ্ছে। চড়া দামে কৃষি উপকরণ ক্রয় করে ফসল উৎপাদনের করার পরও ন্যায্য মূল্য পাচ্ছেন না। অথচ খুচরা বাজারে ৪০ টাকার নিচে ভালো চাল নেই।ধান ও চালের মূল্যে এত পার্থক্য কেন?

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল মান্নান, সেজুতি সাংস্কৃতিক ঐক্যের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ, এইচএসটিইউ ডেবেটিং সোসাইটির সভাপতি জাহিদ শিহাব, অর্কের সাধারণ সম্পাদক রুবাইয়াত পৃথ্বি,এইচএসটিউ মুনার সাংগঠনিক সম্পাদক ও মানববন্ধনের আহবায়ক মারুফ হাসান এবং রোভার মুশফিকুর রহমান।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর