আজ বৃহস্পতিবার। ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় ভোর ৫:২২

ইজতেমা বন্ধের দাবীতে মানববন্ধন

ইজতেমা বন্ধের দাবীতে মানববন্ধন
নিউজ টি শেয়ার করুন..

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ মাওলানা সাদ পন্থিদের জেলা ইজতেমা বন্ধের দাবীতে নাটোরে বন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। সকালে নাটোর প্রেসক্লাবের সামনে ওলামা মাশায়েখ, ইমাম, মোয়াজেন ও তৌহিদী জনতার আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে জেলা ইমাম কল্যান পরিষদ, ইমান আকিদা সংরক্ষন, সহ বিভিন্ন সংগঠন এবং কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহন করে। এসময় বক্তারা বলেন, মওলানা সাদপন্থিরা আগামী ৪ ও ৫ এপ্রিল নাটোর-রাজশাহী মহাসড়কের মল্লিকহাটি বিলে দুই দিন ব্যাপী নাটোর জেলা ইজতেমার আয়োজন করে।

কিন্তু সাদপন্থিরা সাধারণ মুসল্লিদের ওপর হামলা এবং ধর্ম নিয়ে কটাক্ষ করে আসছে। যার কারনে সাধারণ মুসল্লিদের ভিতর উত্তেজনা বিরাজ ।

অবিলম্বে তাদের জেলা ইজতেমা বন্ধের জন্য জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে জোর দাবী জানান। এসময় বক্তব্য দেন, মওলানা সিবাহ উদ্দিন, মাওলানা রুহুল আমীন সহ অন্যান্যেরা। এসময় মানববন্ধনকে ঘিরে সংঘাতের আশঙ্কায় ব্যাপক পুলিশ মোতায়ন করে জেলা পুলিশ।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর