আজ বৃহস্পতিবার। ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় ভোর ৫:৫৬

সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের দাবীতে মানববন্ধন

সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের দাবীতে মানববন্ধন
নিউজ টি শেয়ার করুন..

মো: হারুন অর রশিদ পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা উপজেলায় গতকালু বুধবার ২২ মে বেলা ১২ টার সময় সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।। বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির আয়াজনে বোদা বাসস্ট্যন্ডে বোদা -পঞ্চগড় মহাসড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির পঞ্চগড় জেলা শাখার সাধারন সম্পাদক আশরাফুল আলম,দেবীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক হরেন্দ্রনাথ বর্মণ,বোদা উপজেলা শাখার সাধারন সম্পাদক নরূ ইসলাম, বোদা শাখার সাবেক সভাপতি দীপক কুমার দে, হিন্দু বৌদ্ধ ক্ষ্রিষ্ঠান ঐক্য পরিষদের নেতা উত্তম কুমার মজুমদার, সাংবাদিক লিহাজউদ্দিন মানিক প্রমুখ ।

এসময় কমিউনিষ্ট পার্টির বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন ইউনিয়ন পর্যায় থেকে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনতে হবে। কৃষকের লোকশানের ভূর্তুকি দিতে হবে। না হলে কৃষক বাচবেনা। অবিলম্বে কৃষকের ধানের মূল্য বৃদ্ধি সহ বিভিন্ন দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। উল্লেখ্য যে পঞ্চগড়ে এখনো ধান ক্রয় শুরু হয়নি।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর