আজ বৃহস্পতিবার। ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় সকাল ৬:১৯

যশোরে ধান ক্ষেতে গৃহবধূর লাশ

যশোরে ধান ক্ষেতে গৃহবধূর লাশ
নিউজ টি শেয়ার করুন..

মোঃলোকমান হোসেন,স্টাফ রিপোর্টার:-

যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের বাকডাঙ্গা বিলের ধান ক্ষেতের ভিতর থেকে রিপা বেগম(২৫) নামেএক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। সে চুড়ামনকাঠি ইউনিয়নের সরদার বাকডাঙ্গা গ্রামের ইমরান সরদারের স্ত্রী।লাশের গলায় ওরনা দিয়ে ফাঁস দেয়া ছিল।
যশোর সাজিয়ালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই সুকুমার কুন্ডু জানান,বাকডাঙ্গা বিলের ধান ক্ষেত এলোমেলো দেখে গ্রামবাসির সন্দেহ হয়।(সোমবার ০৮ই এপ্রিল) সন্ধ্যায় গ্রামবাসি ধান ক্ষেত গেলে রিপার লাশ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।খবর পেয়ে কোতয়ালি পুলিশ ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার করে।


পুলিশ জানায়,রিপার গলায় ওরনা পেচিয়ে ফাঁস দেয়া ছিল।তার পরনে ছিল সবুজ রঙের স্যালোয়ার ও গায়ে ছিল লাল রঙের ভিতর সাদা ফোটা ফোটা প্রিন্টের কামিজ।
নিহত গৃহবধু রিপার স্বামী ইমরান সাজিয়ালি ক্যাম্পের ইনচার্জ সুকুমার কুন্ডুকে জানিয়েছে, রোববার ৭ এপ্রিল রাতে রিপা সরদার বাকডাঙ্গার স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয়।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর