ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডকে ১৯৬ রানের বড় ব্যবধানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই ক্যারিবীয়দের নিজেদের প্রথম ম্যাচে পাত্তাই দিল না বাংলাদেশ। বোলিং, ব্যাটিং কিংবা ফিল্ডিং- তিন বিভাগেই হোল্ডার-হোপদের উড়িয়ে দিয়ে ত্রিদেশীয় সিরিজের শুভসূচনা করলেন মাশরাফি, তামিম, সাকিবরা।
ওয়ানডে ক্যারিয়ারে অষ্টম ফিফটি তুলে নেন সৌম্য। শেষ পর্যন্ত ৬৮ বলে ৯ চার ও ৮ ছক্কায় ৭৩ রানের অসাধারণ ইনিংস খেলেন বাঁহাতি ওপেনার। এরই মধ্যে ক্যারিয়ারে ২৮তম হাফসেঞ্চুরি তুলে নেন তামিম। এগিয়ে যান সেঞ্চুরির পথে। তবে ব্যক্তিগত ৮০ রানে থেমে যান।
সৌম্য সরকার ফিরে গেলেও ওয়ানডাউনে নামা সাকিব আল হাসানকে নিয়ে জয়ের লক্ষ্যে ব্যাট করছিলেন তামিম ইকবাল। সেঞ্চুরির আশাও জাগিয়েছিলেন তিনি। কিন্তু ব্যক্তিগত ৮০ রানে শ্যানন গ্যাব্রিয়েলের বলে কব্জির জোরে লেগ সাইডে খেলতে গিয়ে শর্ট মিড উইকেটে জেসন হোল্ডারকে ক্যাচ দিয়ে বসেন ড্যাশিং ওপেনার। তামিম বিদায় নিলেও মুশফিকুর রহিমকে নিয়ে দলকে জয়ের পথে রেখেছেন সাকিব। ইতিমধ্যে ওয়ানডে ক্যারিয়ারে ৪১তম ফিফটি তুলে নিয়েছেন তিনি।
শেষ খবর পর্যন্ত ২ উইকেটে – রান সংগ্রহ করেছে বাংলাদেশ। সাকিব-রান নিয়ে ব্যাট করছেন। তাকে সঙ্গ দিচ্ছেন মুশফিক। তিনি ১৯ রান নিয়ে ক্রিজে আছেন। তাতে জয়ের পথে বাংলাদেশ।
শেষ দুই ওভারে আরও ১১ রান নিয়ে দলীয় সংগ্রহটাকে ২৬১ রানে নিয়ে ঠেকায় ওয়েস্ট ইন্ডিয়ানরা। বাংলাদেশের পক্ষে মাশরাফির ৩ উইকেট ছাড়াও ২টি করে উইকেট নেন সাইফউদ্দিন এবং মোস্তাফিজ। দুই স্পিনার মিরাজ ও সাকিব নেন ১টি করে উইকেট।