আজ শুক্রবার। ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় বিকাল ৪:৩১

লক্ষ্মীপুরে মাদক ব্যবসায়ী হান্নান গ্রেফতার

লক্ষ্মীপুরে মাদক ব্যবসায়ী হান্নান গ্রেফতার
নিউজ টি শেয়ার করুন..

আনোয়ার হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে মো. হান্নান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।  শনিবার (৩০ মার্চ) রাতে রামগতি বাজার এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।  পরদিন রবিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।  গ্রেফতারকৃত মো. হান্নান উপজেলার বড়খেরী ইউনিয়নের কইয়ুম ডাক্তারের বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রামগতি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।  এ সময় চরগাজী ইউনিয়ন পরিষদের সামনে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় মো. হান্নানকে হাতেনাতে গ্রেফতার করা হয়।  পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রামগতি থানার ওসি এ টি এম আরিচুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাদক ব্যবসায়ী মো. হান্নান জিআর ১০২/১১, দায়রা নম্বর- ১৮৫/১২ মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।  তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ এর আগে তার বিরুদ্ধে থানায় আরও একটি মাদক মামলা দায়ের করা হয় বলেও জানান তিনি।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর