আনোয়ার হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে মো. হান্নান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ মার্চ) রাতে রামগতি বাজার এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরদিন রবিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত মো. হান্নান উপজেলার বড়খেরী ইউনিয়নের কইয়ুম ডাক্তারের বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রামগতি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চরগাজী ইউনিয়ন পরিষদের সামনে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় মো. হান্নানকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রামগতি থানার ওসি এ টি এম আরিচুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাদক ব্যবসায়ী মো. হান্নান জিআর ১০২/১১, দায়রা নম্বর- ১৮৫/১২ মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ এর আগে তার বিরুদ্ধে থানায় আরও একটি মাদক মামলা দায়ের করা হয় বলেও জানান তিনি।