আজ শুক্রবার। ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় বিকাল ৩:১১

হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিউজ টি শেয়ার করুন..

আজিজুর রহমান,হাবিপ্রবি প্রতিনিধি:

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের পেশাজীবি সংগঠন প্রগতিশীল শিক্ষক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ই মে) বাদ আসর প্রগতিশীল শিক্ষক ফোরামের সম্মানিত সভাপতি অধ্যাপক মোঃ রুহুল আমিন-এর সভাপতিত্বে দিনাজপুরের বালু বাড়ীস্থ গ্রীন ভিউ কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বলরাম রায়, সহ-সভাপতি অধ্যাপক ড. মোঃ আনিস খান ,সহ-সভাপতি অধ্যাপক ড. এ টি এম শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস এম হারুন-অর-রশিদ,বিভিন্ন অনুষদের ডীন,শিক্ষক সহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এতে আরো উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদ ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

ইফতারের পূর্বে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং দেশ জাতির কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়।মুনাজাত পরিচালনা করেন ফোরামের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. মোঃ আনিস খান।

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর