আজ শুক্রবার। ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় বিকাল ৩:৪২

তৃতীয় হয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শেষ করলো হাবিপ্রবি

তৃতীয় হয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শেষ করলো হাবিপ্রবি
নিউজ টি শেয়ার করুন..

আজিজুর রহমান,হাবিপ্রবি প্রতিনিধি:

৩য় স্থান নির্ধারণী ম্যাচে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়’কে ৩-১ গোলে হারিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।

সেমিফাইনালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছে হেরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ৯ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।একের পর এক আক্রমণ করে নির্ধারীত সময়ে বিপক্ষের গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোলপোস্টে ৩টি গোল করেছেন হাবিপ্রবি ফুটবল দল।দলের হয়ে গোল করেন পল মার্ডি,জেমি ও তাকওয়া।

উল্লেখ,প্রথম পর্বের খেলায় জবিকে ৬-০ গোলে,কুয়েট ২-০ ও ঢাবিকে ২-০ গোলে পরাজিত করে হাবিপ্রবি ফুটবল দল।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর