কামাল হোসে, তাহিরপুর,সুনামগঞ্জ : তাহিরপুর উপজেলার সোহালা গ্রামের প্রয়াত চেয়ারম্যান, শিক্ষানুরাগী ও দানবীর আলহাজ্ব জয়নাল আবেদীনের পিতা হাজী নোয়াজ আলী ট্রাস্ট ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত ছাত্র/ছাত্রীদের সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে সোহালা হাজী জয়নাল আবেদীন এতিখানা প্রাঙ্গনে নোয়াজ আলীর ছেলে হাজী ফজলুল হকের সভাপতিত্বে ও সাইফুল ইসলাম সেহেল, সাংবাদিক সাজ্জাদ হোসেন শাহ্’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা এমপি অ্যাডভোকেট শামীমা শাহারিয়ার, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান হাজী আবুল হোসেন খান, সদস্যা সেলিনা আবেদীন, জেলা আওয়ামীলগ সদস্য নিজাম উদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী জিয়াউল হক, মুজিবুর রহমান তালুকদার, হাজী মঞ্জুর খন্দকার, তাহিরপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, ধরমপাশা উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকিকুর রেজা খান, বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান বিশ^জিৎ সরকার, ধরমপাশা উপজেলার সেলবরষ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন প্রমুখ।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা পরিচালক হোসেন আহমদ রাজা জানিয়েছেন, বৃত্তিপ্রাপ্ত ৫২জন শিক্ষার্থীকে ক্রেস্ট, বৃত্তির অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে এছাড়াও জেলা উপজেলার বিশিষ্ট ব্যাবসায়ী গুণীজনসহ ২০জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।