আজ শুক্রবার। ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় বিকাল ৫:০০

সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নিহত

সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নিহত
নিউজ টি শেয়ার করুন..

নাঈমুর রহমান শান্ত, ঝালকাঠি প্রতিনিধি:
যশোর শহরের খাজুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ঝালকাঠি জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. সোহেল খান (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার আব্দুল খালেক খানের ছেলে।

নিহতের বড় ভাই ইলিয়াছ খান জানান, সোহেল ঢাকায় অ্যাম্বুলেন্স ভাড়া দেওয়ার ব্যবসা করতো। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে যশোর শহর থেকে রোগী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়া হয় সোহেল। খাজুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের চালকের পাশের আসনে বসা সোহেল ঘটনাস্থলেই নিহত হয়।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর