আজ শুক্রবার। ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় বিকাল ৪:৪৪

ফরিদপুরে মুঠোফোনে নকল, তিন শিক্ষার্থী বহিস্কার

ফরিদপুরে মুঠোফোনে নকল, তিন শিক্ষার্থী বহিস্কার
নিউজ টি শেয়ার করুন..

মাহফুজুর রহমান, ফরিদপুর প্রতিনিধঃ
এইচএসসি পরীক্ষার হলে মুঠোফোনে প্রশ্নের সমাধান দেখে লেখার দায়ে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লায় অবস্থিত ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কলেজে কেন্দ্রে। ওই দুইশিক্ষার্থী হলেন- সোহান শেখ ও মো. রাজীব মোল্লা। এরা দুজনই ফরিদপুর মুসলিম মিশন কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ ড. বিমল কুমার বিশ্বাস বলেন,পরীক্ষা কেন্দ্রে ওই দুই শিক্ষার্থী পাশাপাশি বসে অত্যন্ত সংগোপনে মুঠোফোনে প্রশ্নপত্রের সমাধান দেখে খাতায় লিখছিল। এ ঘটনায় তাদের দুজনকে হল থেকে বহিষ্কার করা হয় এবং মুঠোফোনটি জব্দ করা হয়। তিনি বলেন, অনেক চাপ দেওয়ার পরও ওই দুই শিক্ষার্থী প্রশ্নের এ সমাধান তাদের মুঠোফোনে কিভাবে এবং কাদের মাধ্যমে এলো তা বলতে রাজি হয়নি। তিনি বলেন, তবে জব্দকরা মুঠোফোন থেকে ওই চক্রকে সনাক্ত করা যাবে বলে আশা করা যাচ্ছে। এছাড়াও পরীক্ষা শুরু হওয়ার পরপরই হলে নকল করার অভিযোগে কবি জসীম উদ্দীন স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগের ক্যাজুয়াল শিক্ষার্থী শফিকুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর