আজ বৃহস্পতিবার। ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় সকাল ৯:৫৬

শপথ নিচ্ছেন মির্জা ফখরুল

শপথ নিচ্ছেন মির্জা ফখরুল
নিউজ টি শেয়ার করুন..

সদরুল আইন :


রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল বিএনপি।
সোমবার (২১ এপ্রিল) রাত ৭ টা ৪৫ মিনিটের দিকে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তব্য রাখেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি সিদ্ধান্ত নিয়েছে সংসদে যাওয়ার।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত চার সংসদ সদস্য আজ শপথ গ্রহণ করেছেন। এর ফলে একমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া দলটি থেকে নির্বাচিত সবাই শপথ নিলেন।
সাংবাদিকরা প্রশ্ন করেন আপনি কবে শপথ নিচ্ছেন। ফখরুল জানান, ‘অপেক্ষা করুন জানতে পারবেন।’ কয়েকটি সূত্র বলছে, কাল অথবা পরশু মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শপথ নিবেন।
এদিকে নির্বাচনের পর ভোট কারচুপির অভিযোগ তুলে বিএনপি শপথ না নেয়ার ঘোষণা দিলেও গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত দলটির সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ শপথ নেন। পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর