লাইভ স্ট্রিমিংয়ে যে নিয়ন্ত্রণ আনছে ফেসবুক

লাইভ ভিডিও সম্প্রচার সীমিত করার উপায় খোঁজার প্রতিশ্রুতি দিয়েছে অনলাইনে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে গুলি চালিয়ে অর্ধশত মানুষকে হত্যার দুই সপ্তাহ পর ফেসবুকের পক্ষ থেকে এ প্রতিশ্রুতি দেওয়া হলো বলে শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

মসজিদের গুলি চালানোর ওই ঘটনা ফেসবুকে লাইভ সম্প্রচার করে হামলাকারী। ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে ফেলার আগে ৪ হাজার বার দেখা হয়।

নিউজিল্যান্ড হেরাল্ডের কাছে লেখা এক চিঠিতে স্যান্ডবার্গ বলেন, ‘ফেসবুকে আমরা যারা আছি তারা সবাই ক্ষতিগ্রস্তদের, তাদের পরিবার, মুসলিম কমিউনিটি এবং নিউজিল্যান্ডবাসীর সঙ্গে আছি।’

তিনি বলেন, আপনাদের অনেকে যৌক্তিকভাবে প্রশ্ন তুলেছেন যে, হামলার ভয়ঙ্কর ভিডিও ছড়িয়ে দেওয়ার জন্য কীভাবে ফেসবুকের মতো প্লাটফর্ম ব্যবহার করা হচ্ছে… অনেকেই বলেছেন, আমাদের আরও অনেক কিছু করা উচিত, এবং আমরা এ বিষয়ে একমত।’

স্যান্ডবার্গ বলেন, ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘিত হচ্ছে কিনা তার ভিত্তিতে কারা লাইভ সম্প্রচারে যেতে পারবেন তা নির্ধারণের উপায় আমরা খুঁজছি।’

ফেসবুক জানায়, ক্রাইস্টচার্চে মসজিদের হামলার ঘটনা লাইভ সম্প্রচারের সময় দুইশ’র কিছু বেশি মানুষ তা সরাসরি দেখে এবং ভিডিওটির সম্প্রচার শেষ হওয়ার ১২ মিনিট পর প্রথম একজন ব্যবহারকারী এ নিয়ে অভিযোগ জানায়।

লাইভ সম্প্রচার সীমিত করার উপায় খোঁজার প্রতিশ্রুতি দিলেও এ বিষয়ে ফেসবুকের নীতিমালায় সুনির্দিষ্ট কোনো পরিবর্তন আনার কথা ঘোষণা করেননি স্যান্ডবার্গ। তবে ফেসবুক লাইভ ব্যবহারের ক্ষেত্রে নিয়মকানুন কীভাবে কঠোর করা হবে সে বিয়ে একটি রূপরেখা দিয়েছেন তিনি।

Leave a Comment