আবারও সম্প্রসারিত হচ্ছে মন্ত্রীসভা এমন আভাস পাওয়া গেছে সরকার এবং আওয়ামীলীগের দলীয় ফোরাম থেকেই।তবে আওয়ামীলীগের নেতৃত্বাধীন ১৪ দলের শীর্ষ কোন নেতার আপাতত মন্ত্রীসভায় ঠাই হচ্ছেনা সংশ্লিষ্ট সূত্র তাই জানিয়েছে।এদিকে সরকারের একাধিক সূত্রে জানা যায় চলতি মাসে মন্ত্রীসভা সম্প্রসারনে কারা আলোচনায় রয়েছেন বা প্রধানমন্ত্রীর কাছে এগিয়ে রয়েছেন তাদের বিষয়েও আভাস পাওয়া গেছে।বিশ্বস্ত সূত্র জানিয়েছে ৬/৭ জনকে নুতন করে মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে।
দুইজন টেকনোক্র্যাট কোটায় মন্ত্রীসভায় আসতে পারে।আলোচনায় আছেন আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক,সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম,প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ও এপিএস আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম,মির্জা আজম এমপি,অসিম কুমার উকিল এমপি,ডা:সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি,একরামুল করিম চৌধুরী এমপি,ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি ও রবিউল আলম মোক্তাদির চৌধুরী এমপি।
টেকনোক্র্যাট কোটায় জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম ও আলাউদ্দিন নাসিম এর মধ্য থেকে যেকোন দুজনের সম্ভাবনা প্রবল।
উল্যেখ্য,এ বছরের ৭ জানুয়ারি গঠিত বর্তমান মন্ত্রীসভার সদস্য সংখ্যা ৪৭,এর মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং ৩ জন উপমন্ত্রী।।