আজ বৃহস্পতিবার। ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় সকাল ১০:১৩

বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর যত অর্জন

বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর যত অর্জন
নিউজ টি শেয়ার করুন..

হৃদয়ের তৃষ্ণা মেটাতে গাইবেন আজীবন- এর বেশি কিছু চাওয়ার ছিল না সুবীর নন্দীর। তাই জনপ্রিয়তাকে পুঁজি করে স্রোতের জোয়ারেও গা ভাসাননি। এমনকি ছিল না যশ-খ্যাতির মোহ। গান গাওয়া আর সুর সৃষ্টির মধ্য দিয়েই কুড়িয়েছেন অগণিত শ্রোতার ভালোবাসা। যে ভালোবাসাকে তিনি জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করতেন। গানে গানে যাদের ভালোবাসা কুড়িয়েছেন, এবার তাদের তিনি কাঁদালেন সুরের ভুবন ছেড়ে গিয়ে।

গত মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সুবীর নন্দী। সেখান থেকে বুধবার সকালে রিজেন্ট এয়ারওয়েজে তার মরদেহ দেশে আনা হয়।

এরপর নিয়ে যাওয়া হয় গ্রিন রোডে অবস্থিত শিল্পীর বাসভবনে। সেখানে আনুষ্ঠানিকতা সেরে বেলা ১১টায় তার মরদেহ নিয়ে যাওয়া হয় শহীদ মিনারে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শিল্পীকে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।

পরে এফডিসিতে শ্রদ্ধা শেষে চ্যানেল আই প্রাঙ্গণ ঘুরে রামকৃষ্ণ মিশনে নিয়ে যাওয়া হয় সুবীর নন্দীকে। সেখান থেকে সবুজবাগ শ্রী-শ্রী বরদেশ্বরী মহাশ্মশানে যায় তার মরদেহ। সেখানে বিকেল ৫টায় শুরু হয় একুশে পদকপ্রাপ্ত শিল্পীর শেষকৃত্যানুষ্ঠান।

এক নজরে সুবীর নন্দী

নাম : সুবীর নন্দী

বাবা :সুধাংশু নন্দী

মা :পুতুল রানী

জন্ম তারিখ :১৯ নভেম্বর ১৯৫৩

জন্মস্থান : হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার নন্দীপাড়া

স্ত্রী :পূরবী নন্দী

মেয়ে : ফাল্কগ্দুনী নন্দী

মৃত্যু : ৭ মে ২০১৯

গানে হাতেখড়ি :ওস্তাদ বাবর আলী খান

প্রথম গান :যদি কেউ ধূপ জ্বেলে দেয় [রেডিও]

প্রথম একক অ্যালবাম :সুবীর নন্দীর গান [১৯৮১]

পুরস্কার ও সম্মাননা

শিল্পকলায় একুশে পদক [২০১৯]

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

সেরা গায়ক [১৯৮৪] মহানায়ক

সেরা গায়ক [১৯৮৬] শুভদা

সেরা গায়ক [১৯৯৯] শ্রাবণ মেঘের দিন

সেরা গায়ক [২০০৪] মেঘের পরে মেঘ

সেরা গায়ক [২০১৫] মহুয়া সুন্দরী

সুবীর নন্দীর জনপ্রিয় গান

-পৃথিবীতে প্রেম বলে কিছু নেই

  • কত যে তোমাকে বেসেছি ভালো
  • ও আমার উড়াল পঙ্খি রে
  • পাখি রে তুই দূরে থাকলে
  • বন্ধু হতে চেয়ে তোমার
  • আমার এ দুটি চোখ পাথর তো নয়
  • নেশার লাটিম ঝিম ধরেছে
  • বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি
  • পাহাড়ের কান্না দেখে
  • কেনো ভালোবাসা হারিয়ে যায়
  • চাঁদে কলঙ্ক আছে
  • দিন যায় কথা থাকে
  • আমি পথে পথে ঘুরি
  • সেই দুটি চোখ
  • আমার দু’চোখে অনন্ত প্রেম
  • তুমি এমনই জাল পেতেছো সংসারে
  • একটা ছিলো সোনার কন্যা
  • মরিলে কান্দিস না
  • এই পাড়ে একজন কান্দে
  • তুমি সুতোয় বেঁধেছো
  • বন্ধু তোর বারাত নিয়ে আমি যাব
  • তোমারই পরশে
  • এই দুঃখ জানাবো কারে
  • কেঁদো না তুমি কেঁদো না
  • এই দুনিয়ার রাস্তা ঘাটে
  • তোমার বল মাতালটা কে
  • একদিকে দুনিয়া রাখ

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর