মেহেদীজ্জামান গবি সংবাদদাতা :
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সন্ধানী গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ইউনিটের আয়োজনে আজ (১৫ মে, ২০১৯) ইফতার ও দোয়া মাহফিল, দুঃস্থ পরিবারকে ঈদ সামগ্রী ও অসহায় শিশুদেরকে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিওলজি বিভাগের শিক্ষক ডা. শফিকুর রহমান, সন্ধানী গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলজে ইউনিটের উপদেষ্টা ডা. মো. কায়কোবাদ হোসেন রাসেল এবং সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সভাপতি তানভীর হাসান ইকবাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্ধানী গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি মেহেদী হাসান শুভ এবং স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ রাকিব আহমেদ। অনুষ্ঠানে ১৫টি দুঃস্থ পরিবারকে ঈদ সামগ্রী এবং ১০জন অসহায় শিশুকে ঈদবস্ত্র প্রদান করা হয়। সন্ধানী গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ইউনিটের সকল কার্যকরী সদস্য, সাধারন সদস্য, উপদেষ্টামন্ডলী, বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক সহ প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন ইফতার ও দোয়া মাহফিলে।
এসময় দেশবাসী এবং সকল পেশার মানুষের জন্য দোয়া কামনা করা হয়।