আবু নোমান রুমি,ঢাকা কলেজঃ-
আগামী ২৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডকেট সভায় ৫ দফা দাবির বিষয়ে কার্যকরী সিদ্ধান্ত না আসলে গণ অনশন সহ ফের কঠোর আন্দোলনের হুশিয়ার দিয়েছে ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা৷
আজ সকাল ১০ টা ৪৫ মিনিটে ঢাকা কলেজের ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেওয়া হয়৷ সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা কলেজের শিক্ষার্থী কাজী নাসির৷ এসময় সাত কলেজের প্রতিনিধি উপস্থিত ছিলেন৷
সংবাদ সম্মেলনে বলা হয় আগামী ২৭ এপ্রিল স্ব -স্ব কলেজের অধ্যক্ষ বরাবর সমস্যার বিষয়ে স্মারকলিপি জমা দিবেন সাত কলেজের শিক্ষার্থীরা। আগামী ২৮ তারিখ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সাত কলেজের অধ্যক্ষদের নিয়ে অলোচনায় বসবেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ৷ সিন্ডিকেট সভা থেকে মাননীয় উপাচার্য সিদ্ধান্তের কথা জানালে আগামী ২৯ এপ্রিল সকাল ১০ টায় ঢাকা কলেজ ক্যান্টিনে পরবর্তী সংবাদ সম্মেলনে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে৷
উল্লেখ্য, ৫ দফা দাবিতে টানা ২ দিন আন্দোলনের পর গতকাল দুপুরে ঢাবি প্রক্টর গোলাম রাব্বানী এসে শিক্ষার্থীদের দাবী মেনে নিয়ে আন্দোলন বন্ধ করার অনুরোধ জানান। এরপর বিকেলে ঢাবি উপাচার্যের সাথে দেখা করে সাত কলেজের ১০ জন প্রতিনিধি৷