ফেনী সদর উপজেলার কাশিমপুর গ্রামের ইমাম হোসেনের ছেলে গত ৩১ মার্চ বিকালে সাইকেল নিয়ে বাজারে গিয়ে নিখোঁজ হয় আরাফাত হোসেন শুভ। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে স্বজনারা পুলিশকে অবগত করেন।
পরে শনিবার (০৬) রাতে তেমুহনি বাজারের মাথিয়ারার একটি দোকান তার সাইকেল পর পরবর্তীতে ওই দোকানের পেছনের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে। সে স্থানীয় মাদ্রাসা কেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ বিষটি তদন্ত করছে।