ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের একমাত্র ছেলে আশিক খান।
কেন্দ্রীয় কমিটিতে সহ-সম্পাদকের পদ পেয়েছেন তিনি।
এর আগে, মঙ্গলবার ( ১৩ মে) বাংলাদেশ ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি প্রকাশিত হয়।
নতুন পূর্নাঙ্গ কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে ৫১ জন, যুগ্ন-সাধারন সম্পাদক করা হয়েছে ১১ জনকে। সাংগঠনিক পদ দেয়া হয়েছে ১১ জনকে। সম্পাদক রাখা হয়েছে ৩২ জন কে সেই সাথে রয়েছে একাদিক উপ-সম্পাদক।
সর্বমোট ৩০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে। এর আগে ছাত্রলীগের ২৯ তম সম্মেলন হয় ২০১৮ সালের ১১ ও ১২ মে। পরবর্তীতে বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলনের প্রায় আড়াই মাস পর রেজওয়ানুল হক চৌধরী শোভন কে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারন সম্পাদক করা হয়েছিল।