নোবিপ্রবি প্রতিনিধি :
দীর্ঘ প্রতিযোগিতার পর ডিপার্টমেন্টাল গ্রুপ ফটো কনটেস্ট এর গ্র্যান্ড ফিনালেতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগকে হারিয়ে বিজয়ী হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।
দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফেসবুক ভিত্তিক পেইজ ‘পাবলিকিয়ান’ কনটেস্টটির আয়োজন করে।কনটেস্টে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ অংশগ্রহণ করে।বিজয়ী বিভাগ সিলেক্ট করার জন্য অনলাইনে উন্মুক্ত ভোট হয়।এতে মোট ভোট পড়ে ৮০৪৮ টি।মোট ভোটের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগ পায় ৩৮৬৩ ভোট এবং বিজয়ী ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ পায় ৪১৮৫ ভোট।
উল্লেখ্য,আগামী এক বছর পাবলিকিয়ান পেইজের কভার ফটো হিসেবে থাকবে কনটেস্টে বিজয়ী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের গ্রুপ ছবিটি।