ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাশরাফি বলেন, আসলে আমি কাউকে ভুল প্রমাণ করার সুযোগ খুঁজি না। আমরা সবসময় নেতিবাচক। ভাবুন, আমরা একটা টুর্নামেন্ট জিতলাম, অনেকে বলবে আমরা “বি” কিংবা “সি” দলের সঙ্গে জিতেছি। আমরা সবসময় নিজেদের ছোট করে দেখি। এটা ঠিক আছে।’
‘সত্যি বলতে কি, কারো সঙ্গে আমার ব্যক্তিগত লড়াই নেই। আমি আনন্দের জন্য খেলি। আমি আমার কাজটা করি। কেউ আমার কাজটা ১৮ বছর ধরে করে দেয়নি। এখনও কেউ করে দেবে না। তাই মানুষের মন্তব্যের জন্য আমার নিজেকে পাল্টানোর প্রয়োজন নেই। আমার ক্রিকেট অভিজ্ঞতা সেসবের চেয়েও অনেক কঠিন। সেসব যুদ্ধে লড়াই করার পর এখন সেসবের কাছে সব কিছুই না।’
বাংলাদেশ খুব কম সময়ই ৩০০ কিংবা এর বেশি রান করে ফলে ৩০০ রানের লক্ষ্য দলটির জন্য বিশাল লক্ষ্য। মাশরাফির কাছে জানতে চাওয়া হয়েছিল, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ৩০০ ছুঁইছুঁই লক্ষ্য তাড়া করার পর বাংলাদেশ কি এখন ৩৩০-৩৪০ রানের লক্ষ্য তাড়া করার অবস্থানে পৌঁছুতে পেরেছে? উত্তরে মাশরাফি বলেন, ‘যখন রোমে থাকবেন তখন রোমানদের মতোই কাজ করতে হবে। আমাদের সেভাবেই হিসাব করতে হবে। শুধু আমরা পারিনা বলে, যদি আমরা মনে করি পারব না, তাহলে আমরা বিশ্বকাপে কিছুই করতে পারব না।’
‘আমরা পারি না কিংবা পারিনি এটা একটা বিষয়, আর আমাদের করতে হবে এটা আলাদা বিষয়। আমাদের এটা মাথায় রাখতে হবে, ৩০০ কিংবা ৩৩০, ৩৫০ হয়ত অনেক দূরের পথ, কিন্তু এটা দারুণ হবে দারুণ পারফরম্যান্স। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ৩০০, ৩২০-৩৩০ রানের হিসাব। আমরা যদি শুরুতে ব্যাট করি তাহলে আমাদের এমন স্কোর গড়তে হবে, আমরা যদি পরে ব্যাট করি তাহলেও এটাই মাথায় রাখতে হবে।