আজ শুক্রবার। ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় বিকাল ৪:৪৯

কুড়িগ্রামের উলিপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কুড়িগ্রামের উলিপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নিউজ টি শেয়ার করুন..

সাদুজ্জামান সরকার, কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উপলক্ষ্যে রবিবার (০৭ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর উলিপুরের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ ইয়াকুব আলীর সঞ্চলনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ-ই-হাবিব মোফা, পান্ডুল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার মঙ্গা প্রমুখ।

আলোচনাসভা শেষে ক্ষুদ্র ও প্রান্তিক ৭শ’ ৫০জন কৃষকের মাঝে ৫ কেজি করে বীজ ও ১০ কেজি এমওপি, ১৫কেজি করে ডিএপি সার বিতরণ করেন।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর