আজ বৃহস্পতিবার। ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় বিকাল ৪:২৫

ফরিদপুরের দেলোয়ারা বেগমের দায়িত্বভার গ্রহন

ফরিদপুরের দেলোয়ারা বেগমের দায়িত্বভার গ্রহন
নিউজ টি শেয়ার করুন..

মাহফুজুর রহমান, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দেলোয়ারা বেগমের আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল)  বিকাল ৫ টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন পরিষদ চত্বরে তালমা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দেলোয়ারা বেগম আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করেন।

অনুষ্ঠানে তালমা ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুদ্দুস মোল্যার সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য এ্যাড. জামাল হোসেন মিয়া, ফরিদপুর জেলা পরিষদের সদস্য কামাল হোসেন মিয়া, রামনগর ইউপি চেয়ারম্যান কুদ্দুস ফকির।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়াবুর রহমান, সহ সভাপতি জাকারিয়া খান খোকা, মীর সাহিদুজ্জামান রিফাত, সাধারণ সম্পাদক সিরাজ খলিফা, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম রিজু, উপজেলা  ছাত্রলীগের সহ সভাপতি জাকির হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা জলিল কারীসহ তালমা ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য। উল্লেখ্য তালমা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু শহিদ মিয়ার অকাল মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূণ্য হয়।

গত ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত তালমা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতিকে দেলোয়ারা বেগম ৯ হাজার ১০৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। গতকাল (১ লা এপ্রিল) ফরিদপুর জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া শপথবাক্য পাঠ করান। নব নির্বাচিত চেয়ারম্যান দেলোয়ারা বেগম তালমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু শহিদ মিয়ার স্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সদস্য এ্যাড. জামাল হোসেন মিয়ার মাতা।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর