বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ঘূর্ণিঝড় ফণী থেকে মানুষকে নিরাপদে রাখতে সরকার ব্যর্থ হওয়ায় ১৫ জনের মৃত্যু হয়েছে। সারাদেশে নোয়াখালী, নেত্রকোনা, কিশোরগঞ্জসহ সামুদ্রিক উপকূলীয় এলাকায় অনেক মানুষ মারা গেছেন। সরকারের প্রস্ততি থাকলে এটা হওয়ার কথা ছিলো না।
শনিবার রাজধারীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের অঙ্গসংগঠন জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতীকী গণঅনশনে তিনি এ কথা বলেন ।
তিনি বলেন, সরকারকে ক্ষমতায় থাকতেই হবে। তাতে গণতন্ত্র শেষ হলেও তা তাদের করতে হবে। তাতে সরকারের কিছু যায় আসে না। ক্ষমতায় থাকার জন্য এই সরকার সব ধ্বংস করে দিয়েছে, সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া ধ্বংস করে দিয়েছে। সরকারের সব পরিকল্পনাই বাস্তবায়ন হয়েছে। এখন খালেদা জিয়াকে সুস্থভাবে বাঁচার জন্য তাকে মুক্তি দিন।