নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ মাননীয় প্রতিমন্ত্রীর বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় তারা নোবিপ্রবি ক্যাম্পাসের অদূরে নোয়াখালীতে নতুনভাবে নির্মাণ হতে যাওয়া বিমানবন্দরের সার্বিক বিষয়ে পারস্পরিক আলোচনা করেন। এছাড়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় সুযোগ সৃষ্টির বিষয়ে উভয়ই আলোচনা করেন। তারা নোয়াখালী অঞ্চলে পর্যটন সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।