কঙ্কাল বিক্রি নিয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শিক্ষার্থীরা কর্তৃপক্ষের বেধে দেয়া নির্ধারিত সময়ের মধ্যে হল ত্যাগ করেছেন। মঙ্গলবার রাতে ছাত্ররা এবং বুধবার সকাল দশটার মধ্যে ছাত্রীরা হল ত্যাগ করেছেন।
মঙ্গলবার সকালে কঙ্কাল বিক্রি নিয়ে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ৮ শিক্ষার্থী আহত হন। এর ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ হলত্যাগের নির্দেশ দেন।