আজ শনিবার। ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ। ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ। ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ২:১৮

স্বেচ্ছাসেবী হিসেবে কৃষকদের ধান কেটে দিবে ছাত্রলীগ

স্বেচ্ছাসেবী হিসেবে কৃষকদের ধান কেটে দিবে ছাত্রলীগ
নিউজ টি শেয়ার করুন..

শফিক আহমেদ ভুইয়া :

বাংলাদেশে চলতি ২০১৯ সালে বোরো ধানের বাম্পার ফলন হলেও কৃষকরা অভিযোগ করেছেন তাঁরা ধানের ন্যায্য দাম পাচ্ছেন না। সরকারের কৃষি বিভাগ দেশে এ বছর ১ কোটি ৯৬ লাখ টন বোরো ধান উৎপাদন হবে বলে পূর্বাভাস দিয়ে রেখেছিল এবং বিভিন্ন সূত্রের তথ্য মোতাবেক গত এপ্রিলের শেষ ভাগে ধান কাটা শুরু হওয়ার পর এই লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়টি অনেকটাই নিশ্চিত হওয়া গেছে।


কৃষকের এক মণ ধানের মূল্য ৫০০ টাকা যেখানে একজন শ্রমিক কে মজুরি দিতে হচ্ছে ৫০০ টাকা।ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষক ধান ক্ষেতে আগুন দিয়ে অভিনব প্রতিবাদ জানাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের ভাত্মৃপ্রতিসম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ উদ্যোগ নিয়েছে কৃষকদের ধান কেটে দিবে সেচ্ছাসেবী হিসেবে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি রেজওয়ানুল হক চৌধরী শোভন ও সাধারন সম্পাদক গোলাম রাব্বানীর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিঞ্জপ্তিতে বলা হয়,সারাদেশে জুড়ে ধান কাঠা শ্রমিকের মজুরী তুলনামুলকভাবে বেশি হওয়ায় এবং মজুরী সল্পতার কারনে বেশ কিছু অঞ্চলে কৃষকরা পাকা ধান কাটতে হিমশিম খাচ্ছে। এমন অবস্থায় বাংলাদেশ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক হিসেবে পাশে থাকার কথা জানান। এ ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগের অর্ন্তগত সকল ইউনিট স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে।

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর