মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ টি শুন্য ঘোষনা করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুর রহমান জানান ইউনিয়ন পরিষদ নির্বাচনে আয় ব্যয়ের হিসাব(রির্টান) দাখিল না করায় ২৫ এপ্রিল স্থানিয় সরকার বিভাগ সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান কে স্থায়ী পদ হতে অপসারণ করে।মঙ্গলবার (৩০ এপ্রিল) চেয়ারম্যান পদ টি শুন্য ঘোষনা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
গণবিজ্ঞপ্তি থেকে জানাগেছে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আববদুর রহমান কে আয় ব্যয়ের হিসাব(রির্টান) দাখিল না করায় তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্তÍ হয়।
একই সাথে তাকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না তা ১০ কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।কারন দর্শানোর জবাব সন্তোষজনক বিবেচিত না হওয়ায় তাকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণলয় মন্ত্রাণালয়ের উপসচিব মোহাম্মদ.তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনায় স্থানিয় সরকার আইন (ইউনিয়ন পরিষদ) ২০০৯এর ৩৪(৪)(ছ) অনুযায়ী তাকে স্থায়ী পদ হতে ২৫ এপ্রিল অপসারণ করা হয়।৩০ এপ্রিল চেয়ারম্যান পদ টি শুন্য ঘোষনা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুর রহমান।