সাফ চ্যাম্পিয়ন টিমের ৮ জন খেলোয়ারই ময়মনসিংহের
শুধু দেশের ফুটবল নয়, দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে এমন বিরল সংবর্ধনা আর কেউ পায়নি। নারী সাফের চ্যাম্পিয়নবাংলাদেশ ফুটবল দলের দেশে ফেরাকে কেন্দ্র করে গোটা দেশ থমকে গিয়েছিল। দেশের ক্রীড়াঙ্গনে সাফল্য আগেও এসেছিল।মানুষকে আনন্দ দিয়েছিল। কিন্তু এমন আবেগে ভাসেনি কেউ। নারী ফুটবলাররা সাফে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেবিমানবন্দরে পেলেন রাজসিক সংবর্ধনা। নেপালের কাঠমান্ডু থেকে বিমানটি ঢাকার মাটিতে …