আজ শনিবার। ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ। ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ। ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি। এখন সময় সন্ধ্যা ৭:৫৩

বিরিয়ানি খেলে কি বিশ্বকাপ জেতা যায়?

বিরিয়ানি খেলে কি বিশ্বকাপ জেতা যায়?
নিউজ টি শেয়ার করুন..

বিরিয়ানি দক্ষিণ এশিয়ার মানুষের একটি জনপ্রিয় খাবার। বাংলাদেশ-ভারতের চেয়েও বিরিয়ানি বেশি জনপ্রিয় পাকিস্তানে। বিশ্বকাপের জয় পরাজয় নিয়ে এবার বিরিয়ানির উদাহরণ টানলের পাকিস্তানের কিংবদন্তি পেস বোলার ওয়াসিম আকরাম।

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেস বোলার ওয়াসিম আকরাম বলেন, ‘বিরিয়ানি খেলে বিশ্বের তারকা সমৃদ্ধ দলগুলোর বিপক্ষে জয় তো দূরে থাক! চোখে চোখ রেখে প্রতিদ্বন্দ্বীতা করাও সম্ভব নয়।’

পাকিস্তান দলের তরুণ ক্রিকেটারদের উদ্দেশ্যে ওয়াসিম আকরাম বলেন, ‘ওয়াকার ইউনুস এবং আমি, পাকিস্তান দলে কম বয়স থেকেই খেলেছি। আমরা বিশ্বাস এবারের বিশ্বকাপে পাকিস্তানের তরুণ ক্রিকেটাররা চমক দেখাবে।’

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম বলেন, ‘আমার দৃষ্টিতে মোহাম্মদ আমির পাকিস্তান ক্রিকেট দলের আগামীর অধিনায়ক।’

সাম্প্রতিক সময়ে অফ ফর্মে রয়েছেন মোহাম্মদ আমির। পাকিস্তানের হয়ে সবশেষ ১০ ওয়ানডে ম্যাচে মাত্র ৩ উইকেট শিকার করেন তিনি। বাজে পারফরম্যান্সের কারণে সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজে দল থেকে বাদ পড়েন আমির।

অফ ফর্মে থাকলেও কিংবদন্তি পেসার ওয়াসিম আকমারের বিশ্বাস, বিশ্বকাপে আমির চমক দেখাবে।

বিশ্বকাপে আমিরের খেলা নিয়ে ওয়াসিম আকরাম বলেন, আমির হয়তো ফর্মে নেই। সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত উইকেট শিকার করতে পারেনি। তবে সে বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেসার। আমার বিশ্বাস বিশ্বকাপে সে চমক দেখাবে।

রোববার লাহোরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময়ে কিংবদন্তি এই ক্রিকেটার আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের সম্ভাবনা নিয়ে বলেন, ১৯৯২ সালের মতো এবারও বিশ্বকাপ জয়ের সম্ভাবনা আছে পাকিস্তানের। আমার বিশ্বাস ইংল্যান্ডে অনুষ্ঠিত ছেলেরা প্রত্যাশার চেয়েও ভালো ক্রিকেট খেলবে।

সূত্র: এক্সপ্রেস নিউজ।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর