জাহিদুল খান সৌরভ, শেরপুর :
শেরপুর জেলা শহরের খরমপুর মোড় নয়আনী বাজার জমসেদ ম্যানসনের নিচ তলায় শুভ উদ্বোধন হলো ব্রান্ড বাজার শো-রুমের। বৃহস্পতিবার দুপুর ২ টায় মিলাদ মাহফিলের মাধ্যেমে শুভ সূচনা হয় ব্রান্ড বাজারের।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর সদ্য নির্বাচিত সভাপতি আসাদুজ্জামান রওশন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুন শিল্পপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী সাদউজ্জামান সাদি ও জেলা প্রেস ক্লাবের সভাপতি শরীফুর রহমান।
ব্রান্ড বাজার শো-রুমের স্বত্তাধিকারী সাংবাদিক আদিল উজ্জল জানান, আধুনিক লাইফ স্টাইলের নিত্য-নতুন পন্যের যাত্রা শুরু এই ব্রান্ড বাজার দিয়ে। এখানে দেশ সেরা সকল ব্রান্ডের জেন্টস-লেডিস ফুটওয়্যার সহ লেটেস্ট সব এপারেন্সের কালেকশান রয়েছে। যা সব বয়সী ক্রেতাতের আকৃষ্ট করবে।
এছাড়া ব্রান্ড বাজারে ১০০০ টাকার বেশী পন্য কিনলে রয়েছে র্যাফেল ড্র। এখানে ১ম পুরষ্কার একটি রেফ্রিজারেটর, ২য় পুরষ্কার হিসেবে রয়েছে একটি ২১ ইঞ্চি এলইডি টেলিভিশন, ৩য় পুরষ্কার হিসেবে রয়েছে তিন তিনটি এনড্রয়েট মোবাইল হ্যান্ডসেট সহ মোট ৫০টি আকর্ষনীয় পুরষ্কার।