নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফর আলী ভূঁইয়া বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তিনি নৌকা প্রতিকে পেয়েছেন ৪১ হাজার ৬ শত ১৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন (আনারস) প্রতিকে পেয়েছেন ৩২ হাজার ৪ শত ৬৮ ভোট।
এছাড়া বেসরকারি ফলাফলে বিজয়ী ভাইস চেয়ারম্যান প্রার্থী কফিল উদ্দিন ভূঁইয়া (টিয়া পাখি) প্রতিকে পেয়েছেন ৩০ হাজার ৮ শত ৮৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহিদা বেগম (হাঁস) প্রতিকে ২৮ হাজার ৩ শত ৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
৩১ মার্চ রবিবার রাত ৯ টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা, নরসিংদী সদর কার্যালয় থেকে এসব তথ্য দেন।
৩১ মার্চ সকাল ৮টা থেকে সদর উপজেলার মোট ১৬১ কেন্দ্রের ১ হাজার ৩৪টি কক্ষে ভোট গ্রহণ করা হয়। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেয়া হয় সকল প্রয়োজনীয় পদক্ষেপ। নির্বাচনে ১ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, ১৩ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, ৬ প্লাটুন বিজিবি ও র্যাবের দুটি টহল টিম দায়িত্ব পালন করেন। তবে ভোটার উপস্থিতি ছিল খুবই কম।
২টি প্রথম শ্রেণীর পৌরসভা ও ১৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত নরসিংদী সদর উপজেলায় মোট ভোটার ৪ লাখ ৫৭ হাজার ১ শত ৫৯। নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজনসহ ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে শতকরা ১৭ ভাগেরও ওপর ভোটার ভোট দিয়েছে।