আজ বুধবার। ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ। ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ। ১৩ই জিলকদ, ১৪৪৫ হিজরি। এখন সময় সকাল ৬:৩৮

এফআর টাওয়ারের মালিক বিএনপি নেতা তাসভির গ্রেফতার

এফআর টাওয়ারের  মালিক বিএনপি নেতা তাসভির গ্রেফতার
নিউজ টি শেয়ার করুন..

অগ্নিকাণ্ডে হতাহত হওয়া রাজধানীর বনানীর এফআর টাওয়ারের অন্যতম মালিক বিএনপি নেতা তাসভির উল ইসলামকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে বারিধারার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, নকশার ব্যত্যয় করে নির্মিত এফ আর টাওয়ারের অবৈধ ফ্লোরগুলোর মালিক তাসভির।

উল্লেখ্য, বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে হঠাৎ ‘আগুন আগুন’ বলে চিৎকার শুরু হয় রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর ৩২ নম্বর এফ আর টাওয়ার থেকে।  দেখা যায়, বেরিয়ে আসছে আগুনের লেলিহান শিখা। এরপরই শুরু হয় দৌড়াদৌড়ি। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ২২ তলাবিশিষ্ট ওই ভবনে। হঠাৎ পাল্টে যায় বনানীর দৃশ্যপট।

আরও পড়ুন : এবার নরসিংদীর ইউ এম সি জুট মিলে আগুন

প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে সশস্ত্র বাহিনীর সদস্য ও বিমানবাহিনীর পাঁচটি হেলিকপ্টার ব্যবহার করা হয়। ভবনটির ছাদে আটকে পড়া অনেককে উদ্ধার করে বিমানবাহিনীর হেলিকপ্টার। এ ছাড়া অগ্নিনির্বাপণে হেলিকপ্টার থেকে ভবনটিতে পানিও ফেলা হয়।

এফ আর টাওয়ারের আগুনে ২৫ জন মারা গেছেন। এতে আহত ও দগ্ধ হয়েছেন অন্তত ৭০


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর