আজ শুক্রবার। ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় বিকাল ৩:৩৬

রাবিতে বীরগঞ্জ উপজেলা সমিতির নবীন বরণ

নিউজ টি শেয়ার করুন..

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী মনির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আবুসাইদ মো. নাজমুল হায়দার। আলোচনাসভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নাজমুল হায়দার বলেন, তোমরা যে স্বপ্ন নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে এসেছ সে স্বপ্ন বাস্তবে রুপ দেয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাবে। কখোনও পথচ্যুত হবেনা। এরই মধ্য দিয়ে তোমাদের পিতা-মাতা ও এলাকার মানুষদের স্বপ্নও বাস্তবায়িত হবে। তোমরা মানুষের মতো মানুষ হলেই জীবনের স্বার্থকতা। এসময় তিনি নবীন শিক্ষার্থীদের  দেশও জাতির কল্যাণে নিয়োজিত হওয়ার আহবান জানান।

সভাপতি ও চিত্রকলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. সানারুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের প্রভাষক রহিদুল ইসলাম নীরব, এনসিসি ব্যাংকের কর্মকর্তা ফরহাদ হোসেন, দিনাজপুর জেলা সমিতির সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, খালিদ হাসান প্রমুখ।

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর