আজ বৃহস্পতিবার। ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় সকাল ১০:৫০

পরীক্ষা জীববিজ্ঞান ১ম পত্র প্রশ্ন বিতরণ ২য় পত্রের!

পরীক্ষা জীববিজ্ঞান ১ম পত্র প্রশ্ন বিতরণ ২য় পত্রের!
নিউজ টি শেয়ার করুন..

দিনাজপুর শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষায় খানসামা পাকেরহাট সরকারি কলেজ কেন্দ্রে জীববিজ্ঞান ১ম পত্রের পরীক্ষায় ২য় পত্রের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে।

এই ঘটনায় ওই কেন্দ্রের সচিবসহ ৭ জনকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে শিক্ষাবোর্ড। জীববিজ্ঞান ২য় পত্রের পরীক্ষার তারিখও ২ মে’র পরীবর্তে ১৩ মে নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে জীববিজ্ঞান ১ম পত্রের পরীক্ষা থাকলেও ওই কেন্দ্রের দু’টি কক্ষে ২য় পত্রের প্রশ্নপত্র বিতরণ করা হয়। পরে পরীক্ষার্থীরা বিষয়টি জানালে প্রায় ১০ মিনিট পর সেগুলো ফেরত নিয়ে আবার ১ম পত্রের প্রশ্নপত্র বিতরণ করা হয়।

চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিক জানান, দায়িত্বে অবহেলার কারণে ৭ জনকে পরীক্ষার সমুদয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এছাড়াও আগামী ২মে জীববিজ্ঞান ২য় পত্রের পরীক্ষার তারিখ পিছিয়ে ১৩মে নির্ধারণ করা হয়েছে।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর