মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী সদরের এওজবালিয়ায় রোববার রাতে প্রেমে রাজি না হওয়ায় বখাটের মারধরে এক স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
নিহত রোমানা ওই গ্রামের নুর মোহাম্মদের মেয়ে। সে এওজবালিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল।
রোমানার বোন নূরজাহান বলেন, আমার দেবর রনির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে রোমানার। তাদের কিছু ছবি দিয়ে রোমানাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে রনির বন্ধু ফারুক। রোববার বিকেলে ফারুকের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রোমানার সঙ্গে বাকবিতণ্ডা হয়।
পরে রোমানা ও আমার মাকে পিটিয়ে আহত করে সে। ওই রাতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে রোমানা। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।