আজ বৃহস্পতিবার। ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় সকাল ৯:৩৭

আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা

আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা
নিউজ টি শেয়ার করুন..

নিয়ম বহির্ভূতভাবে ভর্তি ও পরীক্ষার সময় অতিরিক্ত ফি আদায় ও বেতন বাড়ানোর প্রতিবাদে রংপুরের হারাগাছ সরকারি কলেজে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এতে আন্দোলনরত ১০ শিক্ষার্থী আহত এবং কলেজ অধ্যক্ষ লাঞ্ছিত হয়েছেন। হামলার সময় হামলাকারীদের ভয়ে তিন সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষে আশ্রয় নেয়। এসময় সেখানে ছাত্রলীগের নেতারা হট্টোগোল তৈরি করলে পুলিশ ওই শিক্ষার্থীদের সেখান থেকে উদ্ধার করেন।

জানা গেছে, হারাগাছ সরকারি কলেজের অধ্যক্ষ কলেজটি সরকারি হওয়ার পরেও বেসরকারী নিয়মে ভর্তি, বেতন ও পরীক্ষার ফি আদায়সহ অন্যান্য ফি নিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে কয়েক মাস ধরে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তারা সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি নিয়মে অতিরিক্ত ফি নেয়ার প্রতিবাদ জানিয়ে সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। পরে মিছিল শেষে
শহীদ মিনার চত্বরে সমাবেশে মিলিত হন শিক্ষার্থীরা। বেলা ১২ টায় কলেজ অধ্যক্ষ আব্দুস ছাত্তার সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়ে সমাবেশস্থলে যান। সমাবেশ শেষ হলে কলেজ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সিনিয়র সহ সভাপতি শারাফাত হোসেন সোহাগ ও যুগ্ম সাধারণ সম্পাদক আল মাহমুদ আকাশের নেতৃত্বে ছাত্রলীগের ১৫-২০ জন নেতা- কর্মী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়ক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র আলী আহসান, হিসাব বিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্র ইমরান কবির, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ইমতিয়াজ আহম্মেদসহ অন্তত ১০ আহত হয়েছে। এসময় অধ্যক্ষ আব্দুস ছাত্তার বাধা দিতে গেলে ছাত্রলীগ নেতা-কর্মীরা তাকে লাঞ্ছিত করা হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়ক আলী আহসান জানান, ‘অধ্যক্ষ স্যার আমাদের সমাবেশস্থলে এসে দাবি মেনে নেয়ার ঘোষণা দেন। আমরা খুশি হয়ে তাৎক্ষণিক সেখানে একে অপরের সাথে মিষ্টি মুখ করছিলাম। এসময় ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ওপর যেভাবে হামলা চালিয়েছে। এঘটনার পর থেকে আমরা সাধারণ শিক্ষার্থীরা শঙ্কিত ও নিরাপত্ত্বাহীনতায় ভুগছি।’

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর