আবু নোমান রুমি,ঢাকাঃ-
লাইভ করার মাত্র দুই দিনের ভিতর ভেঙে দেয়া হলো কাটাবনের ফুটপাতের উপর নির্মিত পার্কিং।
আজ বিকাল ৪টার দিকে রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে টপ টেনের নির্মিত পার্কিং গুড়িয়ে দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
গত ৬ই মে টপ টেনের শো-রুমের সামনে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকের মাধ্যমে লাইভে এসে টপ টেনের অবৈধ পার্কিংয়ের বিষয়টি তুলে ধরেন তিনি।
ব্যারিষ্টার সাইয়েদুল হক সুমন ফেজবুক লাইভে বলেন, কাঁটাবনের মত যায়গায় টপ টেনের মত এত বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের এই অবৈধ ফুটপাত দখল করে বানানো পার্কিংয়ের কারণে পুরো কাটাবনের ব্যস্ত সড়ক জুড়ে যানবাহনের জ্যাম তৈরী হয় এবং জনদূর্ভোগ দিনকে দিন বেড়েই চলছিল।
টপ টেনের অবৈধ পার্কিংয়ের কারণে সৃষ্ট সমস্যাকে তিনি কাঁটা হিসেবে আখ্যায়িত করে আক্ষেপ করে তিনি বলেন, কাঁটাবনের কাঁটা সরানোর কি কেউ আছে??
অবশেষে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনের নির্দেশনায় ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে টপ টেনের অবৈধ পার্কিং স্লট।
অবৈধ এ পার্কিং গুড়িয়ে দেয়ায় সিটি কর্পোরেশনের মেয়র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান সুমন।