আজ বৃহস্পতিবার। ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় সকাল ৯:১৭

বৃষ্টির কারণে বাংলাদেশের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা

বৃষ্টির কারণে বাংলাদেশের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা
নিউজ টি শেয়ার করুন..

ডাবলিনের আকাশে সকাল থেকেই মেঘ ছিল। টসের আগেই নামে বৃষ্টি। সেই বৃষ্টি থেকে আকাশ পরিষ্কার হয়ে যায়। কিন্তু পরেই শুরু হয় ঝুম বৃষ্টি। সঙ্গে হাড়ে কামড় দেওয়া ঠান্ডা। টস হতে তাই বিলম্ব হয়। কিন্তু বৃষ্টি থামার নাম-গন্ধ না পেয়ে টসের সময় প্রায় সাতে তিন ঘন্টা পেরিয়ে গেলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

বৃষ্টির কারণে মাঠ পানিতে সয়লাব। তারপরও অনেকটা সময় অপেক্ষা করা হয়েছে। তবে শেষ পর্যন্ত আম্পায়াররা সিদ্ধান্ত নিয়েছেন, ওভার কমিয়েও এখানে খেলা সম্ভব নয়। ম্যাচটি তাই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

মাশরাফি বিন মর্তুজার দল জিতেছে ৮ উইকেট আর ৩০ বল হাতে রেখে। আর প্রথম ম্যাচে এই ক্যারিবীয়দের কাছে ১৯৬ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক আয়ারল্যান্ড।

জিতলে ৪ পয়েন্ট। সে হিসেবে এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দলই ২ পয়েন্ট করে পেয়েছে। তাতে দুই ম্যাচে বাংলাদেশের দাঁড়িয়েছে ৬ পয়েন্ট। এখন মাশরাফির দল তালিকায় এক নাম্বারে।

২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ দুইয়ে। আর সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিন নাম্বারে আয়ারল্যান্ড।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর