নোবিপ্রবি প্রতিনিধি:-
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।
আজ রবিবার(১৪ এপ্রিল,২০১৯) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত বিশাল মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. অহিদুজ্জামান এবং নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী সদর সুবর্ণচরের সাংসদ একরামুল করিম চৌধুরী এমপি।শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও পহেলা বৈশাখ উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড.এম. ফারুক উদ্দিন,রেজিস্ট্রার অধ্যাপক মমিনুল হক এবং বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
শোভাযাত্রা শেষে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে পরিবেশন করা হয় বিভিন্ন লোকসঙ্গীত, নাচ, যন্ত্রসঙ্গীত ও কবিতা আবৃতি।ঢাক, ঢোল আর গান বাজনায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ আলাদা আলাদা স্টলে বিভিন্ন ধরণের পিঠা ও ফলমূল প্রদর্শন করে।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্টলগুলো ঘুরে দেখেন উপাচার্য প্রফেসর ড.এম.অহিদুজ্জামান, নোয়াখালী সদর-সুবর্ণচরের সাংসদ একরামুল করিম চৌধুরী এমপি এবং পহেলা বৈশাখ উদযাপন কমিটির সভাপতি ট্রেজারার প্রফেসর ড. মো. ফারুক উদ্দিন।
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মিশকাত জান্নাত বলেন,গতবারের তুলনায় এবার বৈশাখী উৎসবের আমেজ কিছুটা বেশি।এবারের বৈশাখে নানা আয়োজনের পাশাপাশি নতুনরূপে সাজানো হয়েছে পুরো ক্যাম্পাস।
অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী বলেন,বর্ষবরণ উপলক্ষে পুরো ক্যাম্পাস নতুন রূপ ধারণ করেছে।আমাদের বিভাগের পক্ষ থেকে এবার নানা আয়োজন করা হয়েছে।সবমিলিয়ে অন্যরকম একটি দিন কাটালাম।
বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য প্রফেসর ড. এম. অহিদুজ্জামান বলেন,এবারের বৈশাখ বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীর
বৈশাখ।পহেলা বৈশাখ উদযাপনের লক্ষ্যে পুরো বিশ্ববিদ্যালয়কে এবার নতুনরূপে সাজানো হয়েছে।পহেলা
বৈশাখের সার্বজনীনতা সকলের মাঝে ছড়িয়ে পড়ার লক্ষ্যে আগামীতে আরো বড় পরিসরে উদযাপন করা
হবে পহেলা বৈশাখ যা পুরো নোয়াখালীবাসীর জন্য উন্মুক্ত থাকবে।